সময়ের কবিতা
বিশ্বজিৎ কর
সময় তুমি কেমন আছো,
অসময়ের দাপটে?
সমাজ যে আজ সন্ত্রস্ত –
আশংকায় দিন কাটে!
নাম না জানা পাখি আমার,
বাঁধছে বাসা ঝরাপাতায় –
সময়, তুমি বলবে কথা…
আমার পাখির অন্তরাত্মায়!
সময়, তুমি জানো কি –
“কলম”-ও যায় কেনা!
ভালবাসাও দিশাহীন,
নিতান্তই রাতকানা!
সময়, তুমি সময় দিও –
হাঁটছি এখন জীবনপথে,
অনেক কথা হয়নি বলা –
নাম না জানা পাখির সাথে!