বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:৩১ পূর্বাহ্ন

সমুদ্র-ধ্রুপদী শামীম টিটু

সমুদ্র-ধ্রুপদী শামীম টিটু

সমুদ্র
ধ্রুপদী শামীম টিটু

সমুদ্র ছোঁয় না যাকে, সে ভালোবাসতে জানে না।
যে সমুদ্র বশ করতে জানে, ভালোবাসা নয় শুধু;
তার সাধারন বুকে হিমালয় পোষ মানে।

আমি এই বুকে নারীকে পোষ মানিয়েছি গতকাল।
আজকেই সমুদ্র এসে পদধূলি নিয়ে গেল অঙ্গে মাখাবে বলে।
সূর্য এসে চুমোয় চুমোয় ভরিয়ে দিয়েছে আলোয়, উষ্ণতায়।

রোজ রাতে চন্দ্র উঠাই, সে অমাবশ্যাই হোক কিংবা পূর্ণিমা
পার্পেল কাঠ গোলাপে কেন্দ্রগামী ব্যাসের মতোই ছুটি
স্বর্গের উদ্যানে ফোটাই লজ্জাবতী, চামেলী আর টাইমফুল।

স্বর্গ-নরক উল্টোমুখে মিলে থাকে রোড ডিভাইডারে
আসমানে তারা গোনে, হিমছড়ি ঝর্না সমুদ্রে জলে!

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge