সমাজের অসজ্ঞতিগুলো লেখায় তুলে ধরবো-আব্দুর রহিম
পাতা প্রকাশ: কেমন আছেন? বসন্ত কেমন কাটছে?
আব্দুর রহিম : আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আল্লাহ খুব ভালো রেখেছেন।
বসন্ত ভালো কাটলেও কোকিলের কুহু কুহু ডাক পাইনি এখনো,তাই একটু খারাপ লাগছে।
পাতা প্রকাশ: আপনার লেখালেখির শুরুর গল্পটা শুনতে চাই…
আব্দুর রহিম : লেখালেখি সে ভাবে হয়ে ওঠেনি কখনও। আর জীবনের প্রতিকূলতা এর জন্য কম দায়ী নয়। জোড়ালো ভাবে শুরু হয় মূলত ২০১৮ সালের শেষের দিকে। এক বন্ধুর সাথে মান অভিমানের মাধ্যমে।
পাতা প্রকাশ: ছোটোবেলায় জীবনের লক্ষ্য কী ছিলো? তা কি হতে পেরেছেন?
আব্দুর রহিম : ছোটবেলার লক্ষ্য আর আজকের বাস্তবতার তফাৎ বিশাল। ছাত্র হিসেবে মন্দ না থাকলেও পারিপার্শ্বিকতার কারণে অনেকের মতো আমারও লক্ষ্যচ্যুতি ঘটে। ফলে শিক্ষক হওয়ার বদলে এখন বাউন্ডেলে।
পাতা প্রকাশ: আপনি নিজেকে কি ছড়াকার ভাবেন? নাকি অন্যকিছু?
আব্দুর রহিম : আসলে যারা কবিতা লেখেন তারা নিজেকে কবি হিসেবে উপস্থাপন করেন না। সমাজই একদিন তাকে কবি হিসেবে স্বীকৃতি দেয়। আমিও সে অপেক্ষায় থাকতে স্বাচ্ছন্দবোধ করছি।
পাতা প্রকাশ: নিজের বই নিয়ে উপলব্ধি কী?
আব্দুর রহিম : আমার বই নিয়ে উপলব্ধি হচ্ছে আমার বইটি পাঠকবর্গ পাঠ করে আমাকে সমালোচিত করুক। আর আমি যেনো সেই সমালোচনার বৃত্ত থেকে বের হয়ে সমাজের অসজ্ঞতি নিয়ে লিখতে পারি।
পাতা প্রকাশ: আপনার কাছে কবিতা কী?
আব্দুর রহিম : সাহিত্যাঙ্গনে কবিতাকেই আমি বেশি প্রাধান্য দেই। আর কবিতাকেই আগামিতে আমার পথের পাথেয় হিসেবে নিতে চাই। কবিতা আমি আগে থেকেই ভালো বাসতাম। এমনকি ছাত্র জীবনে বই পড়ার সময় কবিতার অডিও শুনতাম। সে জন্য বকুনিও খেয়েছি অনেক।
পাতা প্রকাশ: আপনার মাথায় কবিতার ইমেজ কীভাবে আসে?
আব্দুর রহিম : ছাত্র জীবনে কবিতা লিখবো, বই প্রকাশ হবে এমনটা ছিলো না মাথায়। ২০১৮ সালের শেষের দিকের কথা, ফেসবুকের না দেখা বন্ধুর মন্তব্য “আপনার লেখায় কবি কবি ভাব তো কবিতা লেখেন বুঝি”। তারপর থেকেই ওতপ্রোত ভাবে মাথায় আসে কবিতা।
পাতা প্রকাশ: আপনি কার ছড়া বেশি পড়েন? বিশেষ কারও কবিতা কি আপনাকে প্রভাবিত করে?
আব্দুর রহিম : আমি বেশি পড়ি নজরুল ইসলাম, আবুল হাসান, নির্মলেন্দু গুণ, হেলাল হাফিজ, হুমায়ুন আজাদ সহ ফররুখ আহমদের কবিতা।
পাতা প্রকাশ: সবশেষে, লেখক হিসেবে চূড়ান্ত লক্ষ্য কী?
আব্দুর রহিম : নিজেকে লেখক ভাবছি না। তবুও আমি চাই সমাজের অসজ্ঞতিগুলো লেখায় তুলে ধরবো। ভালো থাকবেন অাপনারা সে প্রত্যাশা রাখছি।