বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:৩০ পূর্বাহ্ন

সমাচার-এম এম মনির

সমাচার-এম এম মনির

সমাচার
এম এম মনির

ইলিশ গেল উজানে
ছারতে পানি পদ্মায়
পিয়াজ বাবা চোখ রাঙিয়ে
উঠলো এবার ডাঙ্গায়।

রহিঙ্গাদের অত্যাচারে
বাঙালি যে পস্তায়
বর্মিদের পক্ষ নিয়ে
মোদি দাদা চুপটি রয়।

জাতীসংঘে মিটিং হলো
বিশ্বে বোধহয় শান্তি এলো
পরের দিনই খবর দিলো
ইয়েমেনে ধরা খেলো।

ক্ষমতার দাম্ভিকতায়
এই বিশ্ব অসহায়
মজলুমের আর্তনাদে
আকাশ বাতাস ভারী হয়।

সংক্ষিপ্ত পরিসর
এই ছিল সমাচার
প্রতিবেশী যাক না মরে
তাতে কি আসে কার!

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge