সবাই যেন পায় গো সেবা
আতাউর মালেক
মনের কথা যায় না বলা কার কাছে যে যামু?
লজ্জা লাগে! বলবে কি যে, কারবা কাছে পামু!
পেটের জ্বালা যায় না বলা জাত-কুল মান যায়,
বলি কারে? ঘরে বসে, করছি শুধুই হায়!
কথাগুলো নয়কো মিছে, মধ্যবিত্তের কথা!
কষ্ট নিয়ে গুমরে কাঁদে, যায় না যথাতথা!
উপর নীচে ভালোই আছে! মাঝখানে চোখ নাই,
বলছে যেন করুণ চোখে, কোথায় গেলে পাই!
তাই বলি কি! সেবার যা’সব পৌঁছান ঘরে ঘরে,
সবাই যেন পায় গো সেবা দূর্দিনে না মরে।