সবাই এগিয়ে আসি
রফিক হেলাল
এক খাদ্যের প্যাকেটে দশ হাত, উদ্দেশ্যটা কি?
দান করা, না লোক দেখানো, না শুধুই সেলফি।
দূঃসময়ে দূঃখীর সেবা করা বড়ই মহৎ কাজ,
দান যেমন তেমন, ফটোসেশান বেশী চলছে আজ।
সবার কথা বলছিনা ভাই, আছে অনেক মহাপ্রাণ,
নিভৃতে আর নিরবে তারা করছে যে আজ দান।
অল্প পারি বেশী পারি সবাই এগিয়ে আসি ভাই,
দিনমজুর ঐ মানুষদের আজ করার কিছু নাই।
খেটে খাওয়া মানুষদের কাছে আমাদের আছে ঋণ,
সেই মানুষগুলো ঘরে বসা, আজ তাদের দূর্দিন।
কাজ বন্ধ, আয় বন্ধ, ঐ লোকটি আজ উপায়হীন
পরিজন নিয়ে এই অলস দিনে, কেমনে যায় তার দিন।
সবাইকে দূরত্বে রেখে সুস্থ রাখতে, তার আছে অবদান,
আসুন সবাই এগিয়ে আসি, দুঃসময়ে তারে করি দান।
‘করোনা’র থাবায় পৃথিবী মৃত্যুপূরী, করুনা চাই খোদা
আসুন সবার চেষ্টায় নিবারণ করি,সবার পেটের ক্ষুধা।