বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:২৬ পূর্বাহ্ন

সত্তুরের মার্চে রচিত দু’টি কবিতা- খালেকুজ্জামান

সত্তুরের মার্চে রচিত দু’টি কবিতা- খালেকুজ্জামান

সত্তুরের মার্চে রচিত দু’টি কবিতা
খালেকুজ্জামান

১.
ক্যাডিলাক গাড়ির ওহে ঈশ্বর,
তোমার চোখে লাগানো শক্তিশালী
লেন্স দিয়েই না হয় দ্যাখো —
স্তব্ধ বাংলা পড়ে আছে রক্তবর্ণ চেলী পড়ে
রক্ত পেয়ে আরও উজ্জ্বল হলো
তোমার ক্যাডিলাক গাড়ি ।
নরম ঘাসের নীচে
মায়ের কোলে শুয়ে থাকা অনেক
রক্তাক্ত সূর্য
এবারে তোমাকে স্তব্ধ করতে চায়।
শ্বেতশুভ্র বলাকার রক্তলাল পালকে
সাজা আদিম রাজা ওহে ঈশ্বর,
দৃষ্টিহীন দৃষ্টিপাতেই দ্যাখো
আসছে ছুটে
ভাটার আগুন জ্বালিয়ে চোখে
নিঃশেষ-ঝাঁক বলাকারা ।
ওহে তিন তলার রুদ্ধদ্বার ঘরের ঈশ্বর,
ইলেক্ট্রিক আলোর অন্ধকারে
হারিয়েছো বাংলা, ধূসর বাংলা এঁকেছো —
ঘরের সবুজ দেয়ালে —
বাংলার অগুনতি ন্যাংটা ঈশ্বর
তোমার দেয়ালছবি মুছে দিতে চায় ।
৪ মার্চ, ১৯৭০
ফজলুল হক হল, ঢাকা

২.
মায়ের মঙ্গলঘট এখনও হয়নিক ভরা ।
জীবনের সব স্রোতে
অকরুণ প্রেমে মিশেছে বেদনা বিরহ
হিংসার নিষাদ কাড়ে মানবিক বানী,
শান্তির পারাবত করে প্রবঞ্চন
প্রত্যেকই বাঁচে এখানে –
মৃত্যুর উপমা হয়ে। শেতশুভ্র বলাকারা
এখানে বারবার হয় শরাহত ।
পথচারী, লাভ নেই পথের দীর্ঘশ্বাস
সাথী করে, সারাদিন ঘেউ ঘেউ করে
ঘেয়ো কুকুরের মতো ; সন্ত্রস্ত রাত্রি
ঘনাক অলিতে গলিতে ।
অসহিষ্ণু হয়ো না — বৈদগ্ধ আর
প্রজ্ঞার মৃত্যুতে । প্রভাতের প্রতীক্ষায় —
আত্মাহুতি দিয়েছে
লাল আপেলের মতো অসংখ্য হৃদপিণ্ড ।
এবারে প্রস্তরিত সত্তার ভিতর ঝর্ণা বইয়ে দাও
বুকের ভিতর জমে থাকা ঈশ্বরের ঘুন মুক্ত হও ।
৫ মার্চ, ১৯৭০
৩২০, ফজলুল হক হল,ঢাকা

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge