মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:৫১ অপরাহ্ন

শেষ যাত্রার আগে-অভীককুমার দে

শেষ যাত্রার আগে-অভীককুমার দে

শেষ যাত্রার আগে
অভীককুমার দে

১.
মহানগর থেকে মিছিলটি
জালের মত
ছলাৎ শব্দে ঝর্ণার অসুখ,
অন্তর প্রদেশের দিকে।

মিছিলের কাছে গেলে বেপরোয়া গতি
নিশ্চিত মৃত্যু জেনেই হয়তো।

২.
জীবন বলছে–
দূরত্বে থাকো,
কাছে ঘেঁষতে দিলেই চেপে ধরবে গলা,
বুকে কষ্টের শ্বাস, তবুও ঘরেই থাকো।

মৃত্যু বলছে–
ঘরের ভেতর ঘর খোঁজে ওরা !
যাযাবর জানে, খাবারের জন্য রোজ মহামারী।

৩.
যাদের হাত ধোয়ার প্রয়োজন হয় না
তাদের হাতে স্যানিটাইজার দিচ্ছেন যিনি,
ওকে চিনে রাখো;
পাচকরস শুকিয়ে গেলে আবার আসবেন তিনি।

হেডলাইনে চোখ বুলিয়ে নিলেই
ভেসে উঠবে অদ্ভুত অসুখের নাম অথবা
ভাইরাস।

৪.
মহামান্য মৃত্যুর পথে পা রেখেছে মানুষ।
শেষ যাত্রার আগে
উপদেশ দিয়ে যেতে পারো।

একদিন সব মানুষ মরে গেলে
গড, আল্লাহ, ভগবান প্রকৃতি হবেন আবার,
স্মরণ করবে অন্য কোনও প্রাণী।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge