সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:২২ অপরাহ্ন

শুভঙ্কর সাহা’র ২টি কবিতা

শুভঙ্কর সাহা’র ২টি কবিতা

শুভঙ্কর সাহা’র ২টি কবিতা

১. সস্তা শ্রম
যে রাস্তা আমরা বানিয়েছি
সেখানে হাঁটা আমাদের বারণ
যে রেলপথ আমাদের ঘামে তৈরি
সেই গাড়িতে আমাদের চড়া বারণ
যে ঘর বানানোর জন্য ঘর ছেড়েছি
সে ঘরে আমাদের ফেরা বারণ…
আমরা ভাত চাইলে পুলিশের লাঠি পাই
লবণ চাইলে স্রেফ উপেক্ষা…
আমাদের কোনো দেশ নেই ঘর নেই
অবশ্য একটা গালভরা নাম আছে
পরিযায়ী শ্রমিক
আমাদের খিদে যদি তোমাদের দরজায় নিয়ে যায়
অস্বীকার করতে পার, কেনো নি আমাদের ঘাম?
চিরকালই শ্রমিকেরা শাসকের ঘুঁটি
সস্তা, খুবই সস্তা আমাদের ঘাম!

২. তুই না থাকলে
তুই না থাকলে জানতেও পারতাম না
নিমগাছে ফুল এসেছে
থোকায় থোকায় সৃষ্টির গন্ধ নিয়ে…
আচ্ছা নিমফুলে যে মধু জমে,
তার স্বাদ কেমন?
খোঁজ নেওয়া হয় নি মৌমাছির কাছে
কেন নিই নি! আসলে তুই ছিলিস না বলে
তোকে পেয়ে আমি অনেক কিছু শিখছি
নতুন বলবো না, তবে অন্যরকম এক আলো

এই তো ঘুরছি ফিরছি আড়ে আড়ে তাকাচ্ছি
পৃথিবীটা মাইরি বলছি, এখনও বেশ ভালো…

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge