শিপ্রা ঘোষ এর কবিতা নিমগ্ন
ক.
বোধিবৃক্ষের মতো নির্জনতা ছিলো কাল রাতে
শায়িত আতুরের মুখের উপরে আনত পৃথিবী
আর পথ জুড়ে মহাস্থবিরের বিপুল জিজ্ঞাসা
ভেবেছি ঘুমের আগে নত হবো খুব
অকুণ্ঠ এই শরীরে তাই মেলে ধরেছি
নিভৃত সংলাপ
আজ কোনো মিথ্যাচার নয়
খ.
অস্পষ্ট মুখগুলি তবু ঘিরে ধরে ক্রূর নখে
আমিও তলিয়ে যাই ঘুমের ভিতরে
ছিন্ন প্রত্যঙ্গগুলি করতালি দিয়ে
আমাকেই ডাক দেয় ঘূর্ণি অতলে
বলে, কুমির তুমি জলকে চলো
আমিও এক বেতাল ঠেলায়
পিছল পাথরে পা রেখে দাঁড়িয়ে আছি
সামনে ডুবজল —অথৈ।