বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:১২ পূর্বাহ্ন

শিখা রায় এর কবিতা তবুও বেঁচে আছি

শিখা রায় এর কবিতা তবুও বেঁচে আছি

শিখা রায় এর কবিতা তবুও বেঁচে আছি

জীবনে সবার চেয়ে ভীষণ প্রিয়জন
মা ও বাবা দুজন
এই দুজনের জন্য এই পৃথিবীর আলো দেখা
মা বাবা জীবনে যেন বটবৃক্ষের ছায়া
আলো হারিয়েছে দেড় বছর বয়সে অর্ধেক
ছায়া
যত বড় হয়েছে মা কে দেখেছে একা জীবন
সংগ্রাম চালিয়ে যেতে
এসব দেখে আলো মনে মনে দৃঢ় সংকল্প নেয়
জীবনে কিছু একটা করতে হবে অন্তত মা কে
খুশি রাখতে হবে
জীবন সংগ্রাম চালিয়ে যেতে হবে ভেঙে পড়লে
চলবে না
তাই আলো চলতে থাকে চলতে থাকে
জীবনে ধূসরের ধূলিময় পথে হাঁটতে থাকে
তবু থেমে যায় নি মনে পড়ে বার বার সেই দৃঢ় সংকল্প
তারপর আলো আরও বড় হতে থাকে
জীবনের সিঁড়ি বেয়ে আরেকটু উপরে দেখা
আরেকটি প্রিয় মানবের সাথে যার সান্নিধ্যে
আলো দেখে আরেকটি নূতন রঙীন ক্যানভাস
যার রঙতূলিতে আলো নিজেকে অনেকটাই
রাঙিয়ে নেয় হৃদয় মানবের রঙে
তারপর একদিন হঠাৎ সব রঙ ধূয়ে যায়
শ্রাবণের অবিশ্রান্ত ধারা নেমে আসে
ভিজিয়ে দেয় আলোর দু চোখের পাতা
মোহে রঙ দো লাল লাল লাল তবু ও আসেনি
যে চলে যাবার সে তো চলে যাবেই শত কোটি
দিলে ও সে থাকবে না থাকবে না চলে গেলো
সেই মুহূর্তে ভেঙে পড়েছিলো আবার সামলে নে
বার বার ভাঙাগড়ার খেলা চলতে থাকে
তারপর জীবনে আরেকটি সব থেকে গুরুত্বপূর্ণ
ধাপে এসে আলো পায় তাঁর সহযোগী সত্তাকে
আলো আঁধারি জীবনের পথ চলতে চলতে
একদিন আবার কালবৈশাখী ঝড় নেমে আসে
তিল তিল করে গড়ে ওঠা স্বপ্ন ঝড়ে উপড়ে ফেলে
তবুও থামে নি আলো থেমে যায় নি জীবনসংগ্রাম
তবুও বেঁচে থাকে বেঁচে আছে এই কথাটি মনে রেখে
‘মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে মানবের মাঝে
আমি বাঁচিবারে চাই,

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge