শান্তনু প্রধান এর কবিতা ফুটপাথ ও ভোরের পাখি
রাগ এবং অনুরাগের জলছবি নিয়ে উড়ে গেল ভোরের পাখি
কিছু কি আর পড়ে রইলো জলচৌকির ওপারে
হাতের তালুতে নম্র শান্ত স্রোত
ক্রমশ এগিয়ে চলেছে মানবতাহীন আশ্রয়ের ফুটপাথে
ফুটপাথ জুড়ে গন্ধহীন বিদ্যুৎবিহীন সমাজ
চাঁদের নৌকোয় সমগ্র নিখিল ভাসিয়ে রাজকীয় স্বপ্ন টের পায়
নিদ্রাহীন হলুদ কুকুর ও লাল বিড়ালের অবনত মুখের অভিমান
তারা কোনদিন গোলাপ কিংবা পদ্মের পাপড়ি কিছুই জানে না
সারারাত ধরে বুকের ভাঁজে গোপন করে চলেছে রাজ্যপেটের সহজ ব্যথা
শীততাপ নিয়ন্ত্রিত চিলেকোঠা থেকে ভোরের পাখি উড়ে গেল
তার ডানায় লুকানো তীক্ষ্ম ছুরি
তন্নতন্ন করে কাদের বুক চিরে দেবে
লাস্যময়ী রাতের মুহূর্তে সমান্তরাল পথে বয়ে যাবে রক্তের স্রোত
আর কোন কিছু পড়ে নেই
তোমার শরীরে এক ধরনের স্বপ্ন নাকি ভোরের নগ্নতা
শুধু তুমি
বোধহয় তোমার নিয়ন্ত্রণ লেগে আছে উড়ে যাওয়া পাখিটির ঠোঁটে
কমনীয় রোদের লিপ্সায় পুড়ে যায় অনিকেত ধুলোবালি
রাতের সমাঘ্রাত ক্যানভাসে ফুটে আছে সমাক্রান্ত ফুটপাথ