লেখুনির মাধ্যমে সমাজের অনিয়ম দূর করতে চাই-এসএম সাথী বেগম
পাতা প্রকাশ: কেমন আছেন? বসন্ত কেমন কাটছে?
এসএম সাথী বেগম: আলহামদুলিল্লাহ ভালো।এবারের বসন্ত অন্যরকম। বসন্তের শুরু থেকে বইমেলায় ছিলাম।ভালো লাগছে তবে কোকিলের ডাক শুনতে পাওয়া যাচ্ছে না।
পাতা প্রকাশ: আপনার লেখালেখির শুরুর গল্পটা শুনতে চাই…
এসএম সাথী বেগম: শুরুটা মামা জয়নাল আবেদীনের রুম থেকে চুরি করে ম্যাগাজিন এর সাহিত্য আর চলচিত্র পাতা দেখতাম।একদিন পাক্ষিক সন্দীপ এ কবিতা পাঠালাম,পোষ্ট করে। প্রকাশ হলো। সেই শুরু। তবে ভয়ে কাউকেই বলতে পারিনি এই কবিতা আমার লেখা।
পাতা প্রকাশ: ছোটোবেলায় জীবনের লক্ষ্য কী ছিলো? তা কি হতে পেরেছেন?
এসএম সাথী বেগম: আমি সিদ্ধান্তই নিতে পারিনি কি হবো বা হতে চাই।সার্কাসের মেয়েদের দেখলে ভাবতাম ওদের মত হবো। নায়িকাদের দেখলে ভাবতাম ওদের মত আবার ফাল্গুনী মুখোপ্যাধায়ের উপন্যাস পড়লে ভাবতাম লেখক হবো। এখন দেখি কিছুই হতে পারেনি।
পাতা প্রকাশ: আপনি নিজেকে কি কবি ভাবেন? নাকি অন্যকিছু?
এসএম সাথী বেগম: এখনও কবি হয়ে উঠতে পারিনি। তবে গল্পের প্রতি দুর্বলতা আছে যদিও পাঠকরা এখনও গল্পকার বলেনি।
পাতা প্রকাশ: নিজের বই নিয়ে উপলব্ধি কী?
এসএম সাথী বেগম: নিজের বই হচ্ছে ভালো লাগে। কিন্তু যখন দেখি আরও ভালো লিখতে পারতাম ভালো কিছু পাঠককে দেয়া যেতো তখনি অসম্পূর্নতায় ভুগি।
পাতা প্রকাশ: আপনি কার কবিতা বেশি পড়েন? বিশেষ কারও কবিতা কি আপনাকে প্রভাবিত করে?
এসএম সাথী বেগম: আমায় টানে রফিক আজাদ, নির্মুলেন্দু গুণ, মহাদেব সাহা। বাবলু মওলা।
পাতা প্রকাশ: আপনার সমকালীন কবিদের কবিতা সম্পর্কে আপনার মন্তব্য কী? কার লেখা বেশি ভালো লাগে?
এসএম সাথী বেগম: সমকালীন আমি তরুণ কবিদের কবিতা বেশী পড়ি। এখনকার কবিদের কবিতা সহজ সরল শব্দে। যা সব শ্রেনীর পাঠক সহজেই বুঝতে পারে বা পাঠ উদ্ধার করতে পারে। এর মধ্যে সাদাত হোসাইন ও জাহিদ আকবর লেখা ভালো লাগে।
পাতা প্রকাশ: সবশেষে, লেখক হিসেবে চূড়ান্ত লক্ষ্য কী?
এসএম সাথী বেগম: লেখুনির মাধ্যমে সমাজের অনিয়ম দূর করতে চাই।