মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:৫৫ অপরাহ্ন

লুব্ধক-অজিৎ বিশ্বাস

লুব্ধক-অজিৎ বিশ্বাস

লুব্ধক
অজিৎ বিশ্বাস

নৃশংস অথচ মায়াবী পৃথিবীতে
আমরা পশুর থেকেও বর্বর
প্রতিনিয়তই নির্যাতিত হই
আবেগের ধারালো আলপিনে
নিকৃষ্ট এই শব্দশত্রুর ঔদ্ধত্য
ছিঁড়ে খায় সম্মিলিত ভাবনার
সঞ্চিত খোরাক
যৌক্তিক অযৌক্তিক খোচরের
নিশাচর আনাগোনা
গুরু শিষ্যের সমান্তরাল সম্পর্কে
নামে কালরাত্রি
নিকষ কালো অন্ধকারে
লুব্ধকের প্রলুদ্ধিত অট্টহাসির
মায়াজাল বুনে চলে
জরাজীর্ণ ও ব্যাধিবাহিত একলব্য
বহুদূরে দাঁড়িয়ে শতাব্দীর মাইল ফলক
ভাবনায় সম্মোহিত গুরু দ্রোণাচর্য।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge