বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:২৩ পূর্বাহ্ন

রেজাউল ইসলাম হাসুর কবিতা

রেজাউল ইসলাম হাসুর কবিতা

রেজাউল ইসলাম হাসুর কবিতা

অ্যাবসার্ড
মাননীয় কান্না ও করুণা মহোদয়, অনুগ্রহ করুন দুঃস্বপ্নের প্রতি। প্যারিসের থেমে যাওয়া ট্রেনের বগি থেকে তুলে আনুন ঘুমন্ত ফ্রয়েডকে। দ্য স্টান্ড পরিভ্রমণ শেষে উনি আরেকবার লিখে ফেলুক

দি ইন্টারপ্রিটেশন অব ড্রিমস
মৃত্যুর সাইরেন ধেয়ে আসছে সমূহ স্যাভলন ধোয়া বাতাস বেয়ে এই দিকে। একটি পরিত্যক্ত বাড়ির ফুসফুস প্রকম্পিত। নিৎসের বিশ^াস খেয়ে শুয়ে আছে শুয়োপোকার মতো প্রাচীন পাপ জীবনজঙ্গলে।
ভায়োলিনে ডুবিয়ে রাখা গানটা প্লে করুন। আস্তে আস্তে ভলিউম বাড়ান। প্যানডেমিক নাচ হোক। করুণ তালে তালে মৃত্যুর মদে ভিজে যাক কামুর অ্যাবসার্ড…

ঘুমের গন্ধ পাচ্ছি
ঘুমের গন্ধ পাচ্ছি। পাচ্ছো না?
আহা ফ্রয়েডের চোখ,
থিওডোরের দেবতাকে না দেখেই
ঘুমের প্রতি দয়াশীল হয়ে ওঠো না।
ল্যাভেন্ডারের গন্ধ মেশানো বাতাসে উড়ছে বিপুল বিকেল।
ক্লোভারের নিচে উঁকি দিচ্ছে
মৌমাছির চাক।
আর বন্ধুর মতো ‘জন্মান্ধ কবিতাগুচ্ছ’ নিয়ে
ল্যাম্পোস্টের নিচে দাঁড়িয়ে আছেন
আব্দুল মান্নান সৈয়দ।
ঘুমের গন্ধ পাচ্ছি। পাচ্ছো না?
আহা ফ্রয়েডের চোখ,
থিওডোরের দেবতাকে না দেখেই
ঘুমের প্রতি দয়াশীল হয়ে উঠো না…

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge