রহস্য
জারা সোমা বন্দ্যোপাধ্যায়একা পথ চলাটা কখন যেন অভ্যাস
চাঁদনি রাতে আলো ছেঁচে
আলপথে লুকিয়ে থাকে আলাপপায়ের তলায় গুঁড়িয়ে যায় সম্পর্ক
বন্ধ চোখে ঠাওর করি অলিগলি
ওপারে স্বপ্নের বসতিতে ধোঁয়া ওঠে
পুড়ে যায় সমস্ত খামখেয়ালি অতীতকার্নিশের ঢালে ঢলে পড়ে চাঁদ
আঁচলে বাঁধা অধিকারের টান
মহিরূহ ক্রমশ ছোট হতে থাকেমানুষ – পুতুল নাচ – অদৃশ্য রশি সমান্তরালে
জমে ওঠে ভাগ ও ভাগ্যের রহস্য ।