শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন

রম্যরচনা # ঈদ মোবারক-মাসুম মোরশেদ

রম্যরচনা # ঈদ মোবারক-মাসুম মোরশেদ

ঈদে বেড়াতে গিয়েছি কাছের এক বড়ো ভাইয়ের বাড়ি। ভাবী বললেন, দিন দিন আমাদের বয়স বাড়ে আর তোমার বয়স কমে দেখছি। হেসে তিনি আরও বললেন, কী খাও, কও তো, শুনি। এই বয়সে তোমার সুন্দর হবার রহস্য কী ?
হা হা হা করে অট্টহেসে বললাম,
ভাবী, প্রতি সপ্তাহে গরু মোটাতাজাকরণ ট্যাবলেট একটা করে খাচ্ছি আর সাথে ফেয়ার এন্ড লাভলী দিনে চার/পাঁচবার নিচ্ছি আর ৫৭০ সাবান দিয়ে কলেরপাড়ে হেব্বি করে গোসল ডেইলী, সাথে শিরিষ কাগজ, এই ব্যস!
ভাবী হাসতে হাসতে মরে।
হাসতে হাসতে আমার গায়ে পড়ে আমার কথার জাদুর প্রশংসা করে।
তার হাসি দেখে আর গায়ে পড়ার সুখ নিয়ে আমি খুশি হয়ে তাকে Thank u বলবো নাকি I love u বলে কোলাকুলি করবো, ভুলে গেছি।
সামলে নিয়ে হাসতে-হাসতে বললাম, ভাবী, ঈদ মোবারক।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge