রঙিন স্বপ্ন
মুহাম্মাদ ওলিদ সাঁফুই
রঙিন স্বপ্নগুলো বুকে নিয়ে বেঁচে থাকার আশা।
প্রত্যাশিত স্বপ্ন গুলো ডানা মেলে উড়তে চায়
নীলিময় শূন্য আকাশে।
এরই মাঝে প্রতিরোধী হয়ে ওঠে জীবনের দুর্দিনে দৈন দশা, রঙিন স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায় ।
শত কষ্টের সাথে বাসা বেধে রয়ে যায় ক্ষনভঙ্গুর মনে। তবেআশা ছাড়েনা চেষ্টায় কটায় দিবারাত্রি
শত চেষ্টার পর হলেও হয়তোএকদিন উড়ে যাবে
মহাশূন্যে, ছোঁবে তারা নীল আকাশ ।
নিজের স্বপ্ন পুরন করবে রঙিন স্বপ্নগুলো ।