বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:১৫ পূর্বাহ্ন

রক্ত-মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্

রক্ত-মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্

রক্ত
মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্

বসন্তের বিকেলে
হঠাৎ মিছিলে গুলির আওয়াজ,
রক্তের স্রোতে ভেসে গেল রাজপথ।

সোনালী বিকেল শেষে
এলো ঘুঘু আর প্যাঁচাদের ডাকে,
এক ভয়ঙ্কর কালো রাত।

সেদিন রক্ত দিয়ে তৈরী হয়েছিলো
একটি ভাষা,একটি প্রেম
আর লাল সবুজের একটি দেশ।

এরপর বহু বছর পরে
নিয়মিত রক্ত ঝরছে রাজপথে
নয়ত ধর্ষিত নারীর যোনীপথে।

সেই একই ভাষায় একই বর্ণে
একই দেশে, একই দৃশ্যে,
আসে ভয়ঙ্কর সেই কালো রাত।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge