মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:৪২ অপরাহ্ন

রকিবুল হাসান বুলবুলের ২য় মৃর্ত্যুবার্ষিকী পালিত

রকিবুল হাসান বুলবুলের ২য় মৃর্ত্যুবার্ষিকী পালিত

রকিবুল হাসান বুলবুলের ২য় মৃর্ত্যুবার্ষিকী পালিত
পাতা প্রকাশ প্রতিবেদক :

বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ উপাধ্যক্ষ রকিবুল হাসান বুলবুল এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার বিকেলে রঙ্গপুর সাহিত্য পরিষৎ মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ১৬ টি লিটল ম্যাগাজিন, সাহিত্য, সামাজিক ও নাট্য সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় রঙ্গপুর সাহিত্য পরিষৎ এর সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দুপ্রক রংপুরের সভাপতি সুশান্ত চন্দ্র খাঁ, প্রফেসর মোঃ শাহ আলম, বনমালি পাল, মৌচাক প্রধান উপদেষ্টা রেজাউল করিম মুকুল, লেখক আনোয়ারুল ইসলাম, ডা. মফিজুল ইসলাম মান্টু, এডভোকেট মুনির চৌধুরী, রংপুর বেতারের সংগীত প্রযোজক এ কে এম মোস্তাফিজুর রহমান, সাংবাদিক ও লেখক আফতাব হোসেন, রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি সাত্বিক শাহ আল মারুফ, সাধারণ সম্পাদক এডভোকেট জাকিয়া সুলতানা চৈতি, ছান্দসিক সহসভাপতি রশিদুস সুলতান বাবলু, সাধারণ সম্পাদক মমিন পাটোয়ারী, অভিযাত্রিক সাধারণ সম্পাদক সাঈদ সাহেদুল ইসলাম, বিভাগীয় লেখক পরিষদের সিনিয়র সহসভাপতি এস এম সাথী বেগম, ছড়া সংসদ রংপুরের সহসভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক ও মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবন, পেশাজীবী ফোরামের এডভোকেট শিরিনা, দিলারা হোসেন দুলালী, ড. প্রফেসর আকলিমা বেগম, তাসমিন আফরোজ নিশি, ফিরেদেখা সম্পাদক মাসুদ রানা সাকিল, লেখক সংসদের আহসান হাবিব রবু প্রমুখ।
স্বরণ সভা সঞ্চালনা করেন বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক জাকির আহমদ। তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা ইউসুফ আলী রাজু। উল্লেখ্য, রকিবুল হাসান বুলবুল ২০১৮ সালে ১৬ মার্চ ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge