সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:২০ অপরাহ্ন

রংপুরে সংস্কৃতি অলিম্পিয়াড অনুষ্ঠিত

রংপুরে সংস্কৃতি অলিম্পিয়াড অনুষ্ঠিত

পাতাপ্রকাশ প্রতিবেদক >>
শিক্ষার্থীদের মাঝে সংস্কৃতির বিকাশ ঘটাতে রংপুরে প্রথমবারের মতো সংস্কৃতি অলিম্পিয়াড এর আয়োজন করা হয়। রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও রংপুর জিলা স্কুলের শিক্ষার্থীদের সংগঠন-তারুণ্যের সমাহার এ আয়োজন করে। রংপুর টাউন হলে আয়োজিত এতে রংপুর এর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডব্লিউ.এম. রায়হান শাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, রংপুর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, বাংলার চোখ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের চেয়ারম্যান আলহাজ তানভীর হোসেন আশরাফি, বিভাগীয় লেখক পরিষদ, রংপুর এর সাধারণ সম্পাদক জাকির আহমদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, তারুণ্যের সমাহার এর আহবায়ক আফিফা তাসনিম।
আয়োজনে দুটি গ্ৰুপে ২০ জনকে বিজয়ী করে পুরস্কার প্রদান করা হয়।
শেষে জেলা স্কুলের শিক্ষার্থীদের ব্যাণ্ডদল অবসর এর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge