শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন

রংপুরে কাল থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলা

রংপুরে কাল থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলা

থাকছে পাতাপ্রকাশ এর স্টল

পাতাপ্রকাশ প্রতিবেদক||

রংপুর পাবলিক লাইব্রেরি চত্ত্বরে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলা। বইমেলার উদ্বোধন হবে শনিবার বিকাল ৩টায়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্র এই বইমেলা আয়োজন করছে। বইমেলা বাস্তবায়নের দায়িত্বে রয়েছে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়।

বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন। রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা, রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান, পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, স্বাধীনতা পদকপ্রাপ্ত ও ‘উত্তরবঙ্গ জাদুঘর’-এর প্রতিষ্ঠাতা এস এম আব্রাহাম লিংকন প্রমুখ।

উল্লেখ্য, এই বইমেলা চলবে ১৭ মে পর্যন্ত চলবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge