বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:২২ পূর্বাহ্ন

যৌবনের স্ফুলিঙ্গ ধোঁয়া-আসহাদুজ্জামান মিলন

যৌবনের স্ফুলিঙ্গ ধোঁয়া-আসহাদুজ্জামান মিলন

যৌবনের স্ফুলিঙ্গ ধোঁয়া
আসহাদুজ্জামান মিলন

অতি সন্তর্পণে আবেগের ডালা সাজিয়ে
বেড়ে উঠা যৌবনের স্ফুলিঙ্গ ধোঁয়ার হাতছানি
নিষিদ্ধ্যের মায়া ডাকে-বন্য ইচ্ছেগুলো
পরাজিত বারংবার।
নীলের তরে লাল ভিড় করে যৌবনের লালসা
পদ্ম পুকুরের অসীম জলরাশিতে থৈ থৈ
শেষ গন্তব্যে স্পষ্ট হাসির দামামা
অপরাজীত বারংবার।।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge