মোকাদ্দেস এ রাব্বী’র ৬টি অনুছড়া
১.
সকালের আমি আর
দুপরের আমি,
দেখতে চেন্জ হলেও
দুটো সেম দামি।
২.
প্রেমে পড়েছি নতুন করে
প্রেমিকা আমার ঘর,
মাফ করে দাও সব ভুলেছি
অন্য সবাই পর।
৩.
ডানা মেলা সব ইচ্ছেগুলো
রেখেছি কোণঠাসায়,
বাইরে যাওয়ার জন্য তাই
মন দেয় না সায়।
সবাই মিলে একসাথে রোজ
আমরা থাকি বাসায়,
সাধ্য নাই করোনা’র তো
আমাদেরকে ভাসায়।
৪.
লালের সাথে ভাব ছিল না
কম পরেছি লাল-ই,
লাল দেখে কেউ দেয় যে আবার
গোপনে গোপনে গালি।
ভেবেছি লালকে বাসব ভালো
প্রিয় রং হবে লাল,
লালের সাথে সখ্যতা হোক
আমার চিরকাল।
৫.
বাইরে বেড়ানো ঘুরাঘুরি
এগুলো আজ দূরে রাখুন,
করোনা কে রোধ করতে
সবাই মিলে বাসায় থাকুন।
৬.
হাসি
ভীষণ ভালোবাসি
তাইতো থাকি সবসময়ই
হাসি’র পাশাপাশি ।