মিকদাদ মুগ্ধের কবিতা অনন্তকালের ঘুম
ঘুম আসবে বলেছে
আমি ঘরের দরজা,জানালা খুলে রেখেছি।
কত-শত রাত থেকে জেগে আছি আমি
ঘুম আসবে বলেছে আমাকে।
ঘুম আসবে বলেছে
যে রাতে আমি ঘুমিয়ে যাব
সে রাত অনেক দীর্ঘ হবে..
হতে পারে কয়েক বছর,
হতে পারে কয়েক যুগ,
হতে পারে কয়েক শতাব্দী
হতে পারে…
হতে পারে অনন্তকাল।
আমি ঘুমিয়ে গেলে এসো না জাগাতে,
হাজার রাতের ঘুম একবারে ঘুমিয়ে নেব সুদে-আসলে।
ঘুম আসবে বলেছে,বলেছে-
আমি তোমার চোখে এলে,
আর কখনো জাগতে দেবো না
এ আমার পণ।
ঘুম আমাকে বলেছে-
আমি নাকি রাত,রাত কখনো ঘুমায় না।
তবে ঘুম আসবে;
বলেছে আমাকে!