মায়ের মমতা
আসাদ বিপুল
জন্মের পর প্রথম যারে আমি
দুচোখ ভরে দেখি,
সেই জননী মায়ের কাছে
মুখের ভাষা শিখি।
তুমি আমার প্রথম গুরু মাগো
তুমিই আমার তরু,
তোমার বুলিতে ভাষা শিখে
পড়ালেখা হয় শুরু ।
প্রাণের প্রিয় তুমি যে মাগো
তুমিই বড় স্বজন,
ধরনীর বুকে তোমার মতো আর
হবেনা কেউ আপন ।
ধন্য জন্ম আজ আমার মাগো
তোমার কোলে এসে,
স্নেহ যত্ন আর ভালোবাসায়
থাকি স্বর্গে ভেসে।
তুমি আমার মসজিদ মন্দির মাগো
সারা জীবনের আরাধনা,
দীর্ঘ হায়াৎ চাই যে তোমার
শ্রষ্টার কাছে প্রার্থনা ।