মাহবুব রহমান এর কবিতা অদ্ভুত ঘুমের আঁধারে
(সাবিনা ইয়াসমিন পম্পি স্মরণে)
কী দুঃখবোধ ছিল তার
কোন বেদনার-
ঝড়ো হাওয়ায়
সব আলো নিভে যায়
নেমে আসে বিপন্ন আঁধার।
জোসনা ভরা চাঁদের আলোয়
রূপালী রাত,
সব কিছু মিছে মনে হয়
অনন্ত স্বপ্নের সোনালী সিঁড়ি-
অকস্মাৎ ভেঙে যায়।
পাখির চোখে যে জীবন
যে মন প্রজাপতির ডানায়
অবিরাম ভেসে যায়
সীমাহীন শূন্যতায়।
যে জীবন ঘাস ফড়িং এর
ভোরের শিশিরে ভেজা
সবুজ পাতার,
সে জীবনে কেন নেমে আসে
অমাবস্যার অদ্ভুত আঁধার।
চৈত্রের খরায় কৃষকের পতিত
জমিনের মত,
তৃষিত হৃদয় ক্ষতবিক্ষত।
কোন স্বপ্ন নয়,
শিল্প নয়-
নয় প্রেম,
প্রিয় চেনা মুখ
জীবনের স্বপ্নময় সুখ
সব তুচ্ছ মনে হয়।
ডুবে যায় পূর্ণিমার চাঁদ
ঘুমের আঁধারে
নেমে আসে ক্লান্তির অবসাদ।
স্বর্গ কিংবা নরক নয়,
নয় অন্য কিছু ভয়
অদৃশ্য দেবতা ডাক দিয়ে যায়
অসীম শূন্যতায়
থেমে যায় জীবনের জয়গান,
ক্লান্তির ছায়ায় ঢাকা
বিপন্ন এক নারীর প্রাণ।
বিকেলের রোদ্দুর নেমে আসে
পাখির ডানায়।
ফুরায়ে যায় স্বপ্নময় জীবন,
অবশেষে-
লাশকাটাঘরে শুইয়ে আছে
অদ্ভুত ঘুমের আঁধারে,
যে ঘুম ভাঙ্গিবে না আর
জানিবার কোন সাধ
বেদনার কৌতূহল ভরে।