মারুফ আল্লাম নুরীর কবিতা কোথায় মানবতা
হাসবো কবে প্রাণটা ভরে সবার সাথে ঘুরে
কাঁশছি বলে সমাজ আমায় রাখছে অনেক দূরে
জীবন থেকে যাচ্ছে চলে বাঁচার স্বাধীনতা
বিপদ দেখে সবাই ছেড়ে কোথায় মানবতা।
একটি রোগে মরছি ধুঁকে আজকে আমি একা
জীবন ভয়ে যাচ্ছে দূরে কেউ করেনা দেখা
এই সমাজে বুঝছি এখন আমার কত দাম
স্বার্থ ছাড়া বাঁধন হারা যাচ্ছে মুছে নাম।
এই দুনিয়া মিছে মায়া বিপদ এলে বুঝি
সব সাথীরা ছাড়লে পিছু রবকে তখন খুঁজি
বিশ্ব মাঝে দৃশ্য দেখি কেউতো কারো নয়
মালিক আমার শিক্ষা দিল একটু করনায়।