বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৭ পূর্বাহ্ন

মানবিক সংগঠন পাশে আছি’র অনন্য উদ্যোগ

মানবিক সংগঠন পাশে আছি’র অনন্য উদ্যোগ

মানবিক সংগঠন পাশে আছি’র অনন্য উদ্যোগ
পাতা প্রকাশ প্রতিবেদক

‘হাত পেতে চাওয়া কিংবা ভিক্ষে নয় স্বাবলম্বী হতে চেষ্টা করো’-এই শ্লোগানে বিগত চেষ্টার মতো আবারো পথে নামলো মানবিক ও সেচ্ছানেবী সংগঠন রবিবার নগরীর পার্বতীপুর এলাকায় ৩জন অসহায়কে দেওয়া হলো সহায়তা। সংগঠনটির উদ্যোক্তা কবি হেলেন আরা সিডনী জানান, পার্বতীপর পশ্চিম পাড়া নাজমুল হাসান রনিকে মটর চালিত ভ্যানগাড়ী, শতরঞ্জী পাড়ার শিউলি বেগমকে সেলাই মেশিন এবং গনেশপুর এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী মর্জিনা বেগমকে নগদ ১০ হাজার টাকা সহায়তা দেয়া হয়। দুস্থ্যদের সাবলম্বি করতে ‘পাশে আছি’র এ কর্মসূচিতে দেশ-বিদেশের মানবিক মানুষজন সহায়তা করেন।
এসময় উপস্হিত ছিলেন, প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন ডাইরেক্টর জেনারেল ডা: মোস্তাফিজার রহমান, সহযোগী অধ্যাপক ডা: ফেরদৌস রহমান পলাশ, জাকির আহমেদ, রিফাত হোসেন রিহান।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge