মহঃ ওলিদ সাঁফুই এর কবিতা ফুটপাত বাসীরা
কোনো দিন যাওযদি,গঙ্গার লহরের
সেই কোলকাতায় ,হারিয়ে যাবে নানান
প্রতিভার ভিড়ে।
কতো মনোরম দৃশ্য আর দুর্ভেদ্য যন্ত্রণা ।
জীবন যুদ্ধে হার নামানা কতো সৈনিক
কতোশতো জীবনের প্রকার ভেদ,
সঙ্গে ছেড়া কম্বলে দুঃখ ঢাকা ফুটপাত বাসীদের
চক্ষুপরিচয় ।
ক্ষুধার তীব্রতা সে চোখের মনিকোঠায়,
আর মুখপানে দীর্ঘ নিরাশার ছাপ।
বহু অপুষ্টি শরীর আকাশের দিকে চেয়ে
তাদের কাছে স্তব্ধ এ সময়ের গতি,স্তব্ধ হয়ে গেছে জীবনের যন্ত্রণাময় প্রহর
তারা প্রান সুপে দিয়েছ ললাটের দোরগড়ায়,আর এগিয়ে চলেছে কঠিন জীবন যুদ্ধে ।