মর্সিয়া
মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্
এই নির্মম সংসারে আজ নির্ঘুম রাত
চোখ জুড়ে শুধু স্বজনের আর্তনাদ।
জীবনের সব হিসেব ফুরিয়ে গেলে
চলে আসে বিদায়ী সার্টিফিকেট।
এই তো জীবন, ক্ষুদ্র পরিসরে
বেঁচে থাকা এক অতিথি পাখির মতন।
তবুও প্রিয়জনের প্রার্থনায় কেটে যায় রাত
হসপিটালের করিডরে আজ ঠুনকো সবই,
হেরে যায় মানুষে মানুষে সব বিরহ বিবাদ।