শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন

মরু শোক-বেগম মুয়াখ্যিরা খানুম (স্বপ্না)

মরু শোক-বেগম মুয়াখ্যিরা খানুম (স্বপ্না)

স্বপ্নের বিহ্বলতায় ভেসে আসে না
মৃত্তিকার সুধাগন্ধ,
মাটির কোলে দেখি না-
মেঘ ও বৃষ্টির অথৈ প্রেমের অভিসার।

হয় না আপন মনে হেসে-খেলে
উন্মুক্ত দুয়ার থেকে বিস্তীর্ণ মাঠ পেরিয়ে
ক্লান্তিহীন পথচলা,
চঞ্চল জলের নৈবেদ্যে
অনিমেষ হেঁটে চলা।

শুনি না শ্রাবণ সেতারে
বর্ষার প্রথম কদম ফোটা মনোহর গীত,
স্তব্ধ দুপুরে ছায়া মাখা স্পর্শে-
ঘুঘুর ডাক,কবুতরের বাকুমবাক,
নঁকশী আঁকা বিকেলের মায়া ভরা
হাওয়ায় পাতার ফিসফাস।

পাইনা পাশে পল্লবিত বৃক্ষের দৃষ্টি নন্দিত শাখে
আনন্দে উদ্বেলিত,হিন্দোলিত গুটি গুটি পায়ে
ছুটে এসে কাছে বসা প্রিয় কাঠবিড়ালিটির
আবৃত্তি শোনার অভ্যাস,আপনজনদের সদ্ভাব।

ষড়যন্ত্রের ঊড়নাজালে আবদ্ধ ভূমি,
চারদিকে হুমকির সংকেত,
ঝগড়া বাহাস গলাবাজির প্রতিযোগিতা,
ভাল দাম পেলে পরে আপনজনদেরও
বেচে দেয়ার অভিলাষ।

এ যেন আজ কালবেলার রুদ্ধশ্বাস-
অক্সিজেন বিনা মরণশ্বাসী বিষাক্ত গ্যাস,
রৌদ্রতপ্ত দহন বেলায় তৃষ্ণার্ত প্রাণের আর্তনাদ,
জল শূণ্য মনের মরু শোক॥

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge