মন্দির
রত্নদীপা দে ঘোষ
ইন্দ্রিয়স্তর বারো আনা গ্যাছে নিভে, প্রায় উন্মাদ চাঁদে গড়াচ্ছে ছাপোষা রোগ
যে যুবকের দল মাতিয়ে রাখতো রোয়াকের বেতবন, তারা এখন শববাহক
মৃত্যু কাঁধে ক্লান্ত চিতাকাঠের তোড়। ভেসে গ্যাছে যৌন তল্পিতল্পা, খুচরো খই
এই অশনি-সময়, এতো আভরণ এমন বারফট্টাই কেবল তোমাকেই মানায়
হে মন্দির, এমন চড়কের তুর্কি এমন রাশভরি আফিম, মোচড়ের চরস