তোমার হাসির শব্দে ভেসে যায় অলিন্দ নিলয়
তুমি তাকালেই চাঁদের জোছনা উড়ে যায় শিরায় শিরায়
মনের অলিগলিতে রামধনু আলো জ্বলে তুমি ছুঁলেই।
তোমার ছায়ায় শীতল হয় উত্তপ্ত দগ্ধ দুপুর।
তুমি গেয়ে উঠলেই সারা শরীরে রোমাঞ্চ, রুনুঝুনু নূপুর।
তোমার মুখের হাসি যেন সূর্যের আলো,
তুমি ছাড়া বিরহের জ্বালায় আমার এ মন ভরো।
তোমার বন্দনা হৃদয়ের সুরে সোনালী গান,
সময় থেমে গেলেও ফুরাবে না এই টান।