বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৫১ পূর্বাহ্ন

বোধে ধরছে পচন-মোস্তফা ইমরুল কায়েস

বোধে ধরছে পচন-মোস্তফা ইমরুল কায়েস

বোধে ধরছে পচন
মোস্তফা ইমরুল কায়েস

জাতির বোধে ধরছে পচন
মগজটাও তো শূণ্য
আবাল জাতি ছুটছে শুধু
হয়ে পাগল হন্য।
হ্যামিলনের বাঁশিওয়ালায়
ভরেছে চারদিক
আয়না পড়া জাদু দেখে
বুঝে না ভুল ঠিক।
অল্প কথায় অল্প মাথায়
কেউ হচ্ছে বুদ্ধীজীবি
বইয়ের পাতায় ঘুন ধরেছে
বাড়ছে নেট পরজীবি
মুর্খটা আজ হচ্ছে নেতা
শিক্ষিতরা তো অন্ধ
আলো আছে সমাজ জুড়ে
বিবেকের দরজাটাতো বন্ধ।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge