বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:২২ পূর্বাহ্ন

বৈশাখ আসুক বৈশাখে-সোমের কৌমুদী

বৈশাখ আসুক বৈশাখে-সোমের কৌমুদী

বৈশাখ আসুক বৈশাখে
সোমের কৌমুদী

বৈশাখ ফিরে আসুক বৈশাখে
ফ্যাকাশে-বিবর্ণ-ধূসর এই প্রকৃতির বুকে
বৈশাখ যেন আর না আসে ফিরে,
না আসে বৈশাখী উৎসব।

বৈশাখ আসুক মঙ্গল শোভাযাত্রায়
বৈশাখ আসুক থালার পান্তা নিঃসৃত ভালোবাসায়
“এসো হে বৈশাখ, এসো, এসো” গানের সুরের তালে
বৈশাখ আসুক এই ধরায়।

যে বৈশাখ আম-কাঁঠালের মুকুলের ঘ্রাণে মুখরিত না
ফাগুনের রঙবেরঙের ফুলে ফুলে সুশোভিত না
যে বৈশাখ মিশে রয় শীতের জীর্ণতায়, সে বৈশাখে
বৈশাখ আসতে পারে না।

বৈশাখ জীর্ণ প্রাণকে জাগিয়ে তোলে নব প্রাণের উন্মাদনায়
বৈশাখ গতি আনে পুরাতন ভুলে সামনে এগিয়ে চলায়
বৈশাখ ফিরে আসুক বৈশাখে, যেন কোন বৈশাখ না হারায়
আর কোন প্রাণঘাতী করোনায়।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge