বেহিসাবি মন
শুভ্রা দেস্বপ্ন গুলো আঁকড়ে থাকি
দিগন্তহীন দৃঢ় কল্পনায় ,
সে তো সময় মেপে কড়া নাড়ে
প্রাপ্যটুকুই চাওয়া যায় ৷বুঝি অজানা কারণে কোনো
হারিয়ে যায় পাওয়া !
হয়তো বা যেটুকু আমার ছিলো
সেটুকুও গেছে খোওয়া ৷সীমানা পেরিয়ে আকাশের
কোন দেশে! কে জানে তার ঠিকানা?
নিশীথ রাতের আঁধারে
আলোর রহস্যে খুঁজি , খুঁজি অজানা ৷কোনো এক ফাগুনের বসন্তে ,
অনন্তে মিসে সবই পাবো বুঝি !
ঘরের দেওয়াল জুড়ে ছুঁয়ে ছুঁয়ে ,
অবুজ বেহিসাবি মন খুঁজি ৷আঁধার আকাশের মাঝে… ভালো
আবার কবে আসবে ফিরে আলো ?