বৃষ্টি নামে
শাহীন খান
বৃষ্টি নামে বনবাদাড়ে টিপটিপাটিপ সুরে
পাখপাখালি চুপ যে গেলো বাসায় এলো উড়ে।
কদম কেয়া ঢাললো ঘ্রাণ মিষ্টি লাগে ভারী
ভিজছে পথের পথিক সকল ভিজছে গাড়ি বাড়ি।
ব্যাঙরা ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর জমছে হাঁসের কেলি
দূরের গাঁয়ে বকরা ছোটে পাখনা দুটি মেলি।
মাঝি ছোটে পাল উড়িয়ে নিঝুম পরিবেশ
মেঘে মেঘে আকাশ ঢাকা বাজ পড়েছে বেশ।
ডুব সাঁতারে পানকৌড়িদের পুকুর দুলে ওঠে
রাখাল ছেলে গরু নিয়ে ভীণ গ্রামে ছোটে।
দুষ্টু কিশোর খেলায় মাতে কাঁদা মাখে গায়
এমন সময় এ মন আমার যায় হারিয়ে যায় ।