শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন

বুকের জমি-অভীককুমার দে

বুকের জমি-অভীককুমার দে

জীবন,
বাঁচতে বাঁচাতেই কখনও ফেঁসে যায়
মরণের কাছে।

মরণ,
সেও দূরের কেউ নয়
খুব কাছ থেকে দেখেছি,জানি,
তবে কখনও ভালোবাসিনি ওকে।

মরণও জানে-
এমন ফাঁসে অভীকের মৃত্যু নেই,

বরং বলা যেতে পারে-
দূরের কোনও শকুন
মাঝে মাঝে এই আকাশ ছোঁয়
নিয়ে যেতে চায় নরকের দিকে,

তখন,এক টুকরো ছায়া
নেমে আসে
জড়িয়ে থাকে বুক।

যদিও
ভেদ করতে পারে না ছাদ;
কেননা-
এ বুক কংক্রিটের নয়।

দিনের রৌদ্রতাপ খানিক কমে এলে
খারাপ সময়
সামান্য শরীর,
এতে মরণ আসে না।

এ জীবন জানে-
এই বুক ফসলের মাঠ
চেতনার নদী বড় হয়
পথ চেনে জল
নদীসুখ
বাউলের গান
মেঘের ঘুড়ি
বৃষ্টি সুর
আলোর দৃষ্টি
বাতাসের চলাচল।

মাটির ঘর
মাটির খাবার
ভালো ঘুমে মাটির বিছানা।

এই ফসলের জমি উর্বর সমভূমি।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge