বানভাসি
কমল কান্ত রায়
চলুন ঘুরে আসি দেখে আসি কেমন আছে বানভাসি
পেট জ্বলছে ক্ষুধার জ্বালায়, মুখে নেই তাদের হাসি ।
বানভাসি সেই মানুষগুলোর তলিয়ে গেছে ঘর- বাড়ি,
জায়গা জমি বসত ভিটা ,সুখ নিয়েছে সব কাড়ি ।
চাল নেই, চুলা নেই , চড়েনি উনুনে হাড়ি,
অর্ধাহারে-অনাহারে , বাড়ছে শুধু আহাজারি।
চারিদিকে পানির বহর, জলের সাথে বাস
সাথে দুর্ভোগ , দুর্গতি, বন্যায় সর্বনাশ।