বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:১১ পূর্বাহ্ন

বন্ধুত্বের প্রায়শ্চিত্ত-মো. আব্দুর রহিম

বন্ধুত্বের প্রায়শ্চিত্ত-মো. আব্দুর রহিম

বন্ধুত্বের প্রায়শ্চিত্ত
মো. আব্দুর রহিম

কথনহীন দিনগুলো অবিরাম
কেটে গেছে শত ব্যস্ততায়,
তবুও ফুসরত পেলেই
উঁকি দেয়া ভুলেনি স্মৃতির পাতা।

আত্মকথন না স্মৃতির আস্বাদন
বুঝে উঠবার ব্যর্থতর প্রয়াসে
বন্ধুত্বের প্রায়শ্চিত্ত,
ফিরে দেখা না হোক
স্মৃতি মুছে ফেলার
দায় বহনে অপারগ।

অবরুদ্ধ মনের বাতায়ন,
আবডাল করা অজুহাত ভুলে
উন্মোচন করো রুদ্ধ দার।
স্বহাস্যে স্বীকার্যের অপঘাত
খেজুর কাঁটার চেয়েও
বিষাক্ত বলে তার আস্বাদন
বাকি রাখার যৌক্তিকতা নেই।

পথের দূরত্বের বেগ
মনের দূরত্বে বেগ বাড়ানোর
মতো শত অজুহাত;
আত্মস্থ রাখা
আল্পনা নয় হেয়ালিপনা।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge