বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:২৪ পূর্বাহ্ন

বদলে নেবো চরিত্র-নূর হোসেন

বদলে নেবো চরিত্র-নূর হোসেন

বদলে নেবো চরিত্র
নূর হোসেন

উল্টো পথে সকাল বিকাল
দাম বাড়িয়ে করছি নাকাল
এহেনও বিপদের মাঝে,
কেমনে দয়া চাইবো?
তোমার মতো রাজাধিরাজ
ছেড়ে ধরছি ওই কবিরাজ
এহেনও বিপদে দয়া
কেমন করে পাই গো?

ধ্বংস পূর্বে অনেক জাতির
তবুও বড়াই আপন জ্ঞাতির
ঠুনকো ঐ ক্ষমতার জোরে
ভুলেছি খোদা তোমার নাম,
বলছি মুখে মধু মেখে
অন্তরেতে বিষ রেখে
এমন মোনাফেক আমরা
চিন্তায় আছে খারাপ কাম।

উচ্চ চেয়ারে তুচ্ছ জ্ঞানী
চোখ থেকেও অন্ধ জানি
পাগলের ঐ প্রলাপ বকে
টিকে আছেন ক্ষমতায়,
দলকানা না তেলবাজ কয়?
সেটা বলতেও সকলের ভয়
স্বার্থে কিঞ্চিত ঘটলে ব্যাঘাত
নির্দয় তিনি মমতায়।

তুমি খোদা অতি মেহেরবান
বেঁচে আছি সে তোমার দান
তুমিই মহান, পবিত্র,
রক্ষা করো ওহে প্রভু
আর হবে না এমন কভু
বদলে নেবো চরিত্র।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge