বঙ্গের বন্ধু
আদিব রহমান
পরাধীনতার বন্দি শিকলে একসময় এই ভূখণ্ড ছিল অাবদ্ধ,
খাঁচায় কি কেউ থাকতে চায় বদ্ধ?
নিজের শেষ রক্তবিন্দু পর্যন্ত রাখবো তাঁর মান
রক্তাক্ত আর রক্তিম সেই বিজয় গাঁথার নাম শেখ মুজিবুর রহমান।
রক্ত দিয়ে এতক্ষণ সেই ধ্রুবতারার কথা লিখছি, আমি এখন পোয়েট অফ পলিটিক্স এর জীবন কাহিনী বলছি।
সৃষ্টিকর্তা পথিকৃৎ হিসেবে একজন কেই পাঠালেন,
যিনি অন্যায় অার অত্যাচারের দেয়াল ভাঙলেন। কষ্টিপাথরে দেখালেন ন্যায় অার অন্যায়ের ফারাক,
পুরো বিশ্ব যে হতবাক!
তিনি যেন আগ্নেয়গিরির অগ্নুৎপাত;
সততার চাদরে ঢাকা দুর্নীতির বিরুদ্ধে আপসহীন এক কঠিন ইস্পাত।
দুস্থ আর সাধারণ মানুষের হাসি,
দেশের স্বার্থে তিনি যে তাঁর জীবনকে তুচ্ছ করে নিয়েছিলেন ফাঁসি।
বঙ্গের জন্য আত্মদানকারী নেতৃত্ব দেন যে বন্ধু; তিনি তো বাঙ্গালী জাতির পিতা, বিশ্ববাসীর বঙ্গবন্ধু।