রংপুর জেলার সভাপতি রায়হান উদ্দিন সাধারণ সম্পাদক রেজিনা সাফরিন
মহানগরের সভাপতি সুইটি আঞ্জুম সাধারণ সম্পাদক জিনাত হোসেন লাভলু

পাতাপ্রকাশ প্রতিবেদক
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রংপুর জেলার সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ রায়হান উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রেজিনা সাফরিন। এবং রংপুর মহানগরের সভাপতি নির্বাচিত হয়েছেন সুইটি আঞ্জুম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জিনাত হোসেন লাভলু।
শনিবার বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রংপুর জেলার ত্রিবার্ষিক সম্মেলন শেষে এ কমিটি ঘোষণা করেন, সম্মেলনের প্রধান আলোচক কেন্দ্রীয় সভাপতি মিয়া মনসফ। সেইসাথে আগামী তিন দিনের মধ্যে জেলা ও মহানগরের পূর্ণাঙ্গ গঠন করার নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমীর হল রুমে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রংপুর জেলা ও রংপুর মহানগর শাখার ত্রিবার্ষিক সম্মেলননের উদ্বোধন করেন রংপুর গ্রুপের চেয়ারম্যান নীলু আহসান। এতে প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ- কমিটি বাংলাদেশ আওয়ামীলীগ।মোঃ আতাউর রহমান প্রধান। আয়োজনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মিয়া মনসফ।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, রংপুর জেলার সভাপতি মোঃ রায়হান উদ্দিন এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, এ. কে. এম ছায়াদত হোসেন বকুল আহবায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর জেলা, ডাঃ মোঃ দেলোয়ার হোসেন আহবায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর মহানগর, অধ্যাপক মোঃ মাজেদ আলী বাবুল যুগ্ম-আহবায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর জেলা, আলহাজ্ব জয়নাল আবেদীন যুগ্ম-আহবায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর জেলা, এ্যাড. আনোয়ারুল ইসলাম যুগ্ম-আহবায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর জেলা, মোঃ আবুল কাশেম যুগ্ম-আহবায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর মহানগর, এ্যাড. আবদুল মালেক পিপি, জজকোর্ট, রংপুর, সভাপতি, আইনজীবী সমিতি, রংপুর, জনাব প্রাণকৃষ্ণ গোস্বামী সভাপতি, রংপুর জেলা কৃষকলীগ, শেখ মনিরুজ্জামান লিটন সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, আশরাফুল আলম আল-আমিন বোর্ড অব ট্রাস্টি, তিস্তা ইউনিভার্সিটি।
অনুষ্ঠানে শিশুদের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।