বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:০০ পূর্বাহ্ন

ফিরোজ কাোসার মামুনের দুটি ছড়া

ফিরোজ কাোসার মামুনের দুটি ছড়া

ফিরোজ কাোসার মামুনের দুটি ছড়া

অনুগত

করোনা দেখে ভয় কোরনা
করোনা কি করবে
নিহাত ধরে প্রাণটা নেবে
আমল নেবে কেমনে।

এস সবাই তার নাম জপি
যিনি হর্তাকর্তা
তিনি মহান রাব্বুল আলামিন
তিনি সৃষ্টিকর্তা।

আজকে যখন বিশ্ব জুড়ে
অদৃশ্য ভয়ে কাপছে
মানুষ গুলো শ্রেষ্ট জীবের
শ্রেষ্টত্য হাড়াচ্ছে।

অহংকারী মোড়লরা সব
শক্তির দেয় মহড়া
ক্ষেপণাস্ত্র ও মারণাস্ত্র
থেকেও যেন দিশেহারা।

সব শক্তি তার দেয়া তাই
তাকে করো স্মরণ
মরন দিলে তিনি দেবেন
তিনি দেবেন জীবন।

হাদীস কুরআন মেনে চল
সবি পাবে সেখানে
মানুষ তুমি মানুষ হলেই
বাচবে জীবন এখানে।

করোনা

খালি চোখে যায়না দেখা
দেখতে লাগে যন্ত্র
তবুও তুমি শক্তিশালী
খাটছে নাযে মন্ত্র
তোমার সাথে যুদ্ধ হবে
করবো নাত ভয়
ঘরে ঘরে দূর্গ গড়ি
তবেই তোমার ক্ষয়।
তোমার নেই ঢাল তলোয়ার
কিংবা ক্ষেপণাস্ত্র
তবু্ও তুমি সারা বিশ্বের
অদৃশ্য মারণাস্ত্র।
তোমার সাথে লড়াই হবে
তোমার দেহ নোংরা
পরিষ্কার পরিছন্নতায়
জিতে যাব আমরা।
একে অপরের সাথে
দুরত্ব বজায় রাখলে
দেহ থেকে দেহে সংক্রামণ
সবটাই যাবে বিফলে।
স্পর্শে ছাড়াও তুমি
ওঠাই তোমার শক্তি
বারে বারে হাত ধুয়ে তাই
তোমায় দেব মুক্তি।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge