প্রয়োজনে
সন্দীপন গুপ্ত
জ্বলতে গেলে সলতে লাগে
চলতে গেলে জুতো,
নাচতে গেলে উঠোন লাগে
না পারলে ছুতো..
পড়তে গেলে বই লাগে
ধরতে লাগে জাল,
লিখতে গেলে কলম লাগে
আবেগ বহাল..
লেগে থাকতে ধৈর্য লাগে
জেগে থাকতে ফোন,
সাহস লাগে প্রতিবাদে
ভালোবাসতে মন..
গুনতে গেলে অঙ্ক লাগে
শুনতে লাগে কান,
বুনতে গেলে সুতো লাগে
সম্পর্কে টান..
খেতে গেলে মুখ লাগে
পেতে গেলে হাত,
যেতে গেলে লাগেনা কিছু
গোপন আঁতাত…