প্রেমিক মন
আইনুল হক
নিস্তব্ধ নিশিতে নিষিদ্ধ ভালোবাসার টানে
তার আগমণের পথ চেয়ে উন্মুখ প্রেমিক।
কাঙ্খিত ভালোবাসার লেনদেনে
সব কিছু ম্যানেজ করে-
চুপিসারে নির্ধারিত মাকামের পথে
ছুটে চলা প্রেমিকার পায়ের মৃদু শব্দ
হন্যে হয়ে খুঁজে প্রেমিকের মন।
কল্পনার জগত ঘুরে কতশত ভাবনা
মনের কোণে খেলা করে কামনার বাসনা ।
জনশূণ্য পথ পানে চেয়ে সময় গড়িয়ে যায়
হতাশায় ভরে উঠে ব্যকুল মন।
রাতের অভিসারে ফাঁকির দাম
পুষিয়ে নেবার বাহানায়
অভিমান করে বসে প্রেমিক মন।
মধুমাখা হাসির ছলে অভিমান ভুলে
ভালোবাসা অটুট রাখে কামনার রঙে।
জীবনের সৃষ্টিশীলতা নিবদ্ধ করে
যৌবনের রস আস্বাদনে ।
মরীচিকার তরে হেলায় কাটায়
জীবনের মাহেন্দ্রক্ষণ,
সময় বহে সময়ের নিয়মে
বাস্তবতায় ঠকে প্রেমিকজন।
দিশেহারা মন তামাটে বরন
খুজে ফিরে হারিয়ে যাওয়া ক্ষণ।
নতুন সময় মানিয়ে নিতে
অসময়ে দিগন্তে উড়ার পণ
ঘুরে দাঁড়ায় আবার প্রেমিকের মন।