বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:৫৮ পূর্বাহ্ন

প্রবাস বাংলা ডাকে-মহঃ ওলিদ সাঁফুই

প্রবাস বাংলা ডাকে-মহঃ ওলিদ সাঁফুই

প্রবাস বাংলা ডাকে
মহঃ ওলিদ সাঁফুই

যদিও দেখিনি সাহিত্যে সমৃদ্ধ সেই প্রবাস বাংলা,
তবুও অনুভব করি পৃথকের যন্ত্রণা ।
হৃদয়ের বেড়া জালে বেড়েওঠা লতানো যন্ত্রণা গুলি মাতিয়ে তোলে,আবেগ ময় কান্নায়।
পৃথকের যন্ত্রণায় আজও এই আধখানা বাংলা ।
স্বপ্নের মাঝে আজও হাতছানি দেয়,
বুঝি প্রবাস বাংলা আমায় ডাকে।

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge