প্রতিবাদি আত্মা
ফিরোজ কাওসার মামুন
মেনে নেয়া যায় কি বল
মেনে নিতে পারি না যে
মা কেন যায় চিরতরে চলে
মা ছাড়া এই ভুবন আধার লাগে।
বিধাতার এ কেমন দৃষ্টি
বুক ভাঙা কান্নাতে কাপেনা কি সৃষ্টি
মমতার এ বাধন
দিয়েছেন কেন তবে অন্তরে
প্রশ্নরা ভির করে এ মনে।
আজ আমার মন বড় ক্ষিপ্ত
হতে পারে অবুজের প্রলাপে লিপ্ত
হতে পারে গুণাহ্ সংযুক্ত
তবু আজ প্রতিবাদ তুলবো
স্রষ্টার সাথে যাব দন্দ্বে
আমাকে সাজা দেবে দাও
নিক্ষেপ করো যদি দোযকে
তবু আমি বলবো সম্মুখে
মাকে আমার দিতে হবে ফিরিয়ে
ভেঙে ফেল নিয়মের বেড়াজাল
যে নিয়মে মন কাদে সারাক্ষণ।
তুমি যদি ভালবেসে করেছিলে সৃষ্টি
তুমি যদি হয়ে থাক জগতের স্রষ্টা
কেন তবে আজ এই অবিচার
সৃষ্টিনাশে হও ক্ষিপ্ত?
তুমি যদি বলে থাক
মন কারো ভাঙলে
মসজিদ ভাঙার হবে সমতুল্য
কেন তবে মন ভেঙে
করে যাও তছনছ?
আজ মন প্রতিবাদি স্বত্বা
কেরে নেবে, নাও প্রাণ
যানি তুমি অনায়সে পারবে;
মাকে কেরে কাদিয়েছ যেভাবে।
তবু আমি প্রতিবাদ করবোই
এ আমার প্রতিবাদি আত্মা।।