বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:২৯ পূর্বাহ্ন

পৃথিবীর বড় অসুখ আজ-মারুফ হোসেন মাহবুব

পৃথিবীর বড় অসুখ আজ-মারুফ হোসেন মাহবুব

পৃথিবীর বড় অসুখ আজ
মারুফ হোসেন মাহবুব

পৃথিবীর বড় অসুখ আজ
পারমানবিক চিন্তায় বিভোর সভ্যতা
কেবল উদ্ভাবন করেছে মানুষ হত্যার নবতর যন্ত্রকৌশল।
ক্ষমতা-বিষবৃক্ষের শেকড়
মৃত্তিকা কণার প্রাণরস শুষে
পৃথিবীকে বানিয়েছে ঘুণে খাওয়া আসবাব,
যেন এখনি এতটুকু আঘাতে হবে ধুলিস্যাৎ- মহাশূণ্যে মিশে যাবে
জীবনদায়িনী প্রিয়তম এ সবুজ গ্রহ।
ক্রমশ উন্মাতাল সভ্যতা জাত ও ধর্মের বিভেদ ক্রূসেডে
ধুলিস্যাৎ টুইন টাওয়ার, ফিলিস্তিনি আবাস,
আফগান-পাকিস্তানী প্রদেশ,
সে বিষবৃক্ষ ছড়িয়েছে বিষবাস্প-
হোলি আর্টিজানে,
মুম্বই হোটেল তাজমহলে,
শ্রীলংকান প্রার্থণারত গির্জায়,
নিউজিল্যান্ডের মসজিদে,
নরওয়ের উটোয়া দ্বীপে,
কাশ্মীরে, রাখাইনে।

ক্ষমতার নেশায় মত্ত মানুষ তো নয়
যেন দেশেদেশে মাংশাসী ডাইনোসর-
উত্তরাধুনিক সর্বভূক ডাইনোসর
নানা রংয়ের ডাইনোসর ।
প্রাগৈতিহাসিক উল্কাপাত নয়,
নয় কোন অগ্ন্যুৎপাত আগ্নেয়গিরির,
সভ্যতা কাঁপছে আজ এক অদৃশ্য ভাইরাস প্রকোপে।
এমন কোন সমরাস্ত্র নেই পারমানবিক রাষ্ট্রাদীর কাছে যে থামায় এ মৃত্যু মিছিল
বাঁচাতে পারে মানুষ এ মহামারী থেকে।
আনবিক চিন্তায় বিভোর সভ্যতা
উত্তরাধুনিক ডাইনোসর সভ্যতা থরোথরো আজ,
অদৃশ্য বিষ- মহামারীর ছোবলে।
এ সভ্যতা কেবল মানুষ মারার কৌশল করেছে রপ্ত নিপুণ
মানুষ বাঁচাবার প্রাণদায়ী জারকের খোঁজ
রাখেনি উত্তরাধুনিক দাঁতাল ডাইনোসর সভ্যতা।
তবে কী আবার কোন যুগের অভ্যূদয়ের ঈঙ্গিত এই করোনা?

শেয়ার করুন ..

Comments are closed.




© All rights reserved © পাতা প্রকাশ
Developed by : IT incharge